বাংলাদেশে ‘অ্যাড ব্রেকস’ সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
বুধবার (৭ নভেম্বর) থেকে ব্যবহারকরীরা ফেসবুকে আপলোড করা ভিডিওতে বাংলা ও ইংরেজি উভয়ই ভাষায় এই সুবিধা পাবেন। যোগ্য প্রকাশক ও নির্মাতারা এখন অ্যাড ব্রেকস সুবিধার মাধ্যমে ফেসবুকে দেওয়া দীর্ঘ সময়ের ভিডিওগুলোথেকে আয় করতে পারবেন ও পেজের ফলোয়ার বাড়াতে পারবেন। ফেসবুক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বের বিভিন্ন ভাষায় এই সুবিধা চালুর উদ্যোগ হিসেবে ফেসবুক বাংলাদেশেও এই সেবা সম্প্রসারণ করলো।
https://www.facebook.com/business/m/join-ad-breaks
এই লিংকে গেলেই বুঝতে পারবেন আপনার কোন পেইজে আপনি অ্যাড ব্রেকস পেতে পারবেন । অ্যাড ব্রেকস সম্পূর্ণভাবে পাওয়ার কিছু শর্ত আছে ।
১। আপনার পেইজে সর্বনিন্ম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে ।
২। ৬০ দিনের মধ্যে সর্বনিন্ম ৩ মিনিটের ভিডিওতে আপনাকে ৩০ হাজার মিনিট watch time আনতে হবে ।
৩। Monetization Eligibility Standards এপ্রুভড থাকতে হবে । আপনার পেইজে যদি এর আগে কোন কারণে Monetization অফ হয়ে যায় তাহলে সে পেইজে পাবেন না
আমার এই পেইজটির স্কিন শর্ট দেখুন । আমার ৩ টা স্টেপ এপ্রুভড আছে । এখন শুধু যদি আমি ৩০ হাজার মিনিট Watch Time আনতে পারি তাহলে আমার এই পেইজের ভিডিওতে আমি অ্যাড ব্রেকস পেয়ে যাবো । আপনারাও আপনাদের পেইজ গুলা চ্যাক করতে পারেন যে কোন পেইজে আপনার অ্যাড ব্রেকস পেতে পারেন ।
কোন সমস্যা হলে আমাদের প্রযুক্তি কথন গ্রুপে শেয়ার করবেন । আমরা সেখান থেকে সমাধান দেওয়ার চেস্টা করবো


0 comments: