Thursday, November 8, 2018

বাংলাদেশে ‘অ্যাড ব্রেকস’ চালু করলো ফেসবুক , এবার আয় হয় ফেইসবুকে ভিডিও আপলোডের মাধ্যমে



বাংলাদেশে ‘অ্যাড ব্রেকস’ সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
বুধবার (৭ নভেম্বর) থেকে ব্যবহারকরীরা ফেসবুকে আপলোড করা ভিডিওতে বাংলা ও ইংরেজি উভয়ই ভাষায় এই সুবিধা পাবেন। যোগ্য প্রকাশক ও নির্মাতারা এখন অ্যাড ব্রেকস সুবিধার মাধ্যমে ফেসবুকে দেওয়া দীর্ঘ সময়ের ভিডিওগুলোথেকে আয় করতে পারবেন ও পেজের ফলোয়ার বাড়াতে পারবেন। ফেসবুক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্বের বিভিন্ন ভাষায় এই সুবিধা চালুর উদ্যোগ হিসেবে ফেসবুক বাংলাদেশেও এই সেবা সম্প্রসারণ করলো।

https://www.facebook.com/business/m/join-ad-breaks

এই লিংকে গেলেই বুঝতে পারবেন আপনার কোন পেইজে আপনি অ্যাড ব্রেকস পেতে পারবেন । অ্যাড ব্রেকস সম্পূর্ণভাবে পাওয়ার কিছু শর্ত আছে ।

 ১। আপনার পেইজে সর্বনিন্ম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে ।

২। ৬০ দিনের মধ্যে  সর্বনিন্ম ৩ মিনিটের ভিডিওতে আপনাকে ৩০ হাজার মিনিট  watch time আনতে হবে ।

৩। Monetization Eligibility Standards এপ্রুভড থাকতে হবে । আপনার পেইজে যদি এর আগে কোন কারণে Monetization অফ হয়ে যায় তাহলে সে পেইজে পাবেন না 






আমার এই পেইজটির স্কিন শর্ট দেখুন । আমার ৩ টা স্টেপ এপ্রুভড আছে । এখন শুধু যদি আমি ৩০ হাজার মিনিট Watch Time আনতে পারি তাহলে আমার এই পেইজের ভিডিওতে আমি অ্যাড ব্রেকস পেয়ে যাবো আপনারাও আপনাদের পেইজ গুলা চ্যাক করতে পারেন যে কোন পেইজে আপনার অ্যাড ব্রেকস পেতে পারেন ।

কোন সমস্যা হলে আমাদের প্রযুক্তি কথন গ্রুপে শেয়ার করবেন । আমরা সেখান থেকে সমাধান দেওয়ার চেস্টা করবো
Previous Post
Next Post

post written by:

0 comments: