আসসালামু আলাইকুম প্রযুক্তি কথনবাসী । আমি এই গ্রুপে পিসির সমস্যা গুলো সল্ভ করার দায়িত্বে আছি । গ্রুপে পিসি ইউজার অনেক কম । যে কয়েকজনই আছেন । সবাইকে হাল্কা কিছু শিখানোর চেস্টা নিয়ে আজকে এই পোস্টি দিচ্ছি । কম্পিউটার আসলে কিভাবে কাজ করে এইসব নিয়ে অনেকেই ভাবেন না । আমি শুধু ক্লিক ক্লিক করে যাই আর কম্পিউটারের মনিটরে আমরা যা করি সেসব দেখতে পাই । অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি সফ্টওয়্যার যা কম্পিউটারের প্রান।
কম্পিউটারের মেশিনারিজ ভাষাকে আরও সহজতর ভাবে প্রোগ্রামের ইনপুট/ আউটপুট এক্সিকিউশনকে নিয়ন্ত্রণ করে এবং যা সিডিউলিং, ডিবাগিং, ইনপুট/আউটপুট কন্ট্রোল, একাউন্টিং, কম্পাইলেশন, স্টোরেজ অ্যাসাইনমেন্ট, ডেটা ম্যানেজমেন্ট এবং আনুষঙ্গিক কাজ গুলো করে থাকে। এক কথায় আমাদের দেয়া তথ্য গুলো ইনপুট করে সেগুলোকে প্রক্রিয়াধীন করে আমাদের রেজাল্ট দিয়ে থাকে অর্থাৎ আউটপুট করে থাকে।
সহজ ভাবে বলি ,
আপনার কম্যান্ড দেওয়া প্রত্যেকটি কাজ করার জন্যে কম্পিউটারকে বহু প্রসেস সম্পূর্ণ করতে হয় । যে প্রোগ্রাম গুলো আপনার কম্পিউটারের সকল কাজ যেমন মিউজিক প্লে , ভিডিও প্লে , ওয়ার্ড টাইপ , ইন্টারনেট ব্রাউজিং , ইমেইল সেন্ড ইত্যাদি করে থাকে তাদের মূলত অয়াপলিকেশন বা এপস বলা হয় । কিন্তু এই এপ্লিকেশন গুলোকেও চলার জন্যে কোন একটা মাধ্যম প্রয়োজন। সে মাধ্যমটি হচ্ছে অপারেটিং সিস্টেম বা OS . অপারেটিং সিস্টেম কম্পিউটারের বেসিক কাজ গুলো করে থাকে ।
যেমন অপারেটিং সিস্টেম নির্ধারণ করে কখন আপনার মনিটরের স্ক্রিনে কি দেখাবে ।
একটি উদাহরন দিলে আশা করি আপনারা যারা নতুন তারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আপনি একটি খাবার হোটেলে গেলেন বার্গার খাইতে ।
এখানে বার্গারকে আপনি কম্পিউটারের একটি এপ্লিকেশন মনে করেন । আর হোটেলটাকে অপারেটিং সিস্টেম । অর্থাৎ আপনাকে যেমন একটি বার্গার খাওয়ার জন্যে হোটেলে জেতে হচ্ছে তেমন কোন একটি এপ্লিকেশন চালানোর জন্যে আপনাকে অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে । আর অপারেটিং সিস্টেম আর এপ্লিকেশন ছাড়া কম্পিউটার একটি কতগুলা যন্ত্রের ডিব্বা
:p
কত প্রকার অপারেটিং সিস্টেম আছে?
আমরা বেশির ভাগ মনে করি এই দুনিয়াতে একটাই অপারেটিং সিস্টেম আছে । আর সেটা হচ্ছে windows . যারা একটু জানি তারা আশা করি জানেন । এই windows ছাড়াও আরো ২ টা অপারেটিং সিস্টেম আছে । Mac OS , Linux OS
![]() |
| Windows 10 |
windows মাইক্রোসফটের তৈরিকৃত অপারেটিং সিস্টেম । Windows 98, Windows xp, Vista, Windows 7, 8, 8.1, 10 এগুলা মাইক্রোসফটের তৈরিকৃত অপারেটিং সিস্টেম । জদিও windows 98 এর আগেও অনেক অপারেটিং সিস্টেম রিলিজ করেছিলো মাইক্রোসফট

Mac OS X
Mac হচ্ছে Apple কম্পানির পিসি গুলাতে ব্যাবহারিত হয় । এই অপারেটিং সিস্টেম ম্যাক বুক পিসি ব্যাবতিত অন্য কোন পিসিতে নরমালি ব্যাবহার করা যায় না । Mac OS ইউজ করার কন্যে Apple কম্পিউটারই প্রয়োজন হবে আপনার ।
আর Linux হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং এটি জেকোন পিসিতে আপনি ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যাবহার করতে পারবেন । লিনাক্সের অনেক গুলো ভার্শন রয়েছে । লিনাক্সের ভাষায় এগুলোকে ডিস্ট্রো বলে ।

Kali Linux User interace
Linux mint , Ubuntu , Kali linux , Elemantary আরো অনেক গুলো রয়েছে । এই সব গুলার আবার বিভিন্ন ভার্শন আছে । যেমন Ubunt 17.1 , Kali linux 3 এই টাইপের । লিনাক্স বেসিক্যালে যারা হ্যাকিং এবং প্রোগ্রামিং এর কাজ করে তারাই ইউজ করে ।
আর সব গুলা লিনাক্স ডিস্ট্রোর কাজই প্রায় একই , কিন্তু ইউজার ইন্টারফেইস আর কিছু বিল্ড ইন এপস + হাল্কা কিছু সুযোগ সুবিধা ভিন্ন থাকে
...
windows যদিও বাংলাদেশে আমরা ফ্রিতে ৩০ টাকার সিডি কিনে ইউজ করি আসলে এই windows এর অরিজিনিলা সিডি আপনাকে টাকা দিয়ে কিনতে হতো । Windows 10 এর একটি সিডি ১১৯ ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় ১১৯ X ৮০ = ৯৫২০ টাকা দিয়ে কিনতে হতো ।
বাট আমরা লাকি যে ৯ হাজার টাকা দামের সিডি ৩০ টাকায় পেয়ে যাই ...
আর Mac OS ও ফ্রি না । Mac OS X ১২৯ ডলার দিয়ে আপনাকে কিনতে হবে ।
দুনিয়াতে জীবিত ৩ টি অপারেটিং সিস্টেমের মধ্যে শুধু LINUX ই সম্পূর্ণ ফ্রি অপারেটিং সিস্টেম ।
আজকের পোস্ট এইটুকুই । বেশি লিখা লিখি করতে মন চায় না । কোন ভুল ত্রুটি হলে কমেন্ট করবেন আর কোন কিছু জানার থাকলেও কমেন্ট করবেন ।


0 comments: