অধিকাংশ সময়ে গুরু গম্ভীর বিষয়ে পোস্ট দিলেও আজ সকাল সকাল ফেইসবুকের সিইও ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মজার একটি ফেইসবুক স্ট্যাটাস দেখা গেছে।
এই পোস্টের কমেন্টে এক ফেইসবুক ব্যবহারকারী লেখেন, আজকালকার দিনে সে বইয়ের দোকান চিনলো কেমন করে? এর উত্তরে জাকারবার্গ লেখেন, আমরা সব সময়ই তাকে নিয়ে বইয়ের দোকানে বা লাইব্রেরিতে বই নিতে যাই।
ফেইসবুকের সঙ্গে বুক শব্দটি যুক্ত থাকার কারণেই হয়তো ফেইসবুককে বইয়ের দোকান বলে ভুল করেছে তার তিন বছর বয়সী মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ।
এখন পর্যন্ত জাকারবার্গের স্ট্যাটাসটিতে লাইক পড়েছে ৭৯ হাজার, কমেন্ট পড়েছে ৭ হাজার সাতশ’। পোস্টটি শেয়ার করা হয়েছে প্রায় তিন হাজার বার।
/https%3A%2F%2Fblueprint-api-production.s3.amazonaws.com%2Fuploads%2Fcard%2Fimage%2F751018%2Ff136d1e5-35db-4a62-8d1d-002abac70177.jpg)
0 comments: